সর্বস্তরের জনগণের মাঝে সীউইড জনপ্রিয়করণের লক্ষ্যে সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রে গত ১২ ফেব্রুয়ারী ২০২২ইং তারিখে অনুষ্ঠিত হয় সীউইড মেলা। উক্ত মেলা উদ্ভোদন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শ ম রেজাউল করিম। মেলায় আরো উপস্থিত ছিলেন ককক্সবাজার -২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আশেক উল্লাহ রফিক এমপি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ড. ইয়ামিন চৌধুরি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তৌফিকুল আরিফ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ , মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ. মাহবুবুল হক, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো. হেমায়েৎ হুসেন, কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার হাসানুজ্জামান, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ফরিদুল ইসলাম চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজিবুল ইসলাম প্রমুখ।