"নিরাপদ মাছে ভরবো দেশ
গড়বো স্মার্ট বাংলাদেশ"
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত "স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মৎস্যখাত" শীর্ষক কর্মশালা বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ঢাকায় অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শ ম রেজাউল করিম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. নাহিদ রশীদ, সম্মানিত সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক খঃ মাহবুবুল হক। কর্মশালার সভাপতিত্ত্ব করেন ইনস্টিটিউটের সম্মানিত মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ।